অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের নাতোয়ান বাগিচায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হামিদুর রহমান জানান, রাত পৌনে আটটার দিকে কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বাড়ির মৃত ইসহাক মিয়ার ছেলে মহিন উদ্দিনকে (৫৪) জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের ছেলে আতিক মহিন উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় চমেকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। আতিক জানিয়েছে, মহিন উদ্দিনের ছোট ভাই মান্নানের লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন মহিন উদ্দিন।
আকাশ নিউজ ডেস্ক 
























