অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং তফসিল ঘোষণা করা হবে আগামী ৫ নভেম্বর। নির্বাচন কমিশন ইসি কার্যালয়ে আজ মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে বৈঠকে নির্বাচনের সার্বিক বিষয় উপস্থাপন করে সচিবালয়। আলোচ্যসূচিতে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি আলোচনার উপস্থাপন করা হয় রংপুর সিটি নির্বাচনের বিষয়টি। এছাড়া সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশাবলি হালনাগাদ বিষয়েও আলোচনা হয়।
ইসির সূত্র জানায়, আগামী ৫ নভেম্বর তফসিল ঘোষণা করে ডিসেম্বরের ২১ তারিখ রংপুর সিটিতে ভোটের মাধ্যমে ৬ সিটির ভোট শুরু করবে ইসি। এছাড়া রংপুর সিটিতে পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















