অাকাশ জাতীয় ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যত প্রজন্মকে জানাতে সারাদেশে সব বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ইতোমধ্যে ৩৬০ টি বধ্যভূমির তালিকা তৈরি করা হয়েছে এবং তালিকা প্রস্তুতের কাজ চলছে। তিনি শনিবার নীলফামারী জেলার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে মুক্তিযোদ্ধাদের সম্মান এবং তাদের পরিবারকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। তাদেরকে ব্যাংকে গিয়ে কষ্ট করে টাকা তুলতে হবে না। ঘরে বসেই যাতে টাকা পান তার উদ্যোগ নেয়া হচ্ছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় নীলফামারী -১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শাহীনুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রায় ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে জলার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা ভবন ভবনটি নির্মাণ করা হয়। পরে মন্ত্রী একই জেলার ১ কোটি ৮১লাখ টাকা ব্যয়ে নির্মিত জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনও উদ্বোধন করেন।
আকাশ নিউজ ডেস্ক 























