অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে এক লাখ টাকার জাল নোটসহ মো. রাসেল (২২) নামে এক যুবককে আটক করেছে । রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল একই এলাকার মো. সেলিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অপারেটর মো. সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন কুমার দে ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে রায়পুর আহমদ শাহ চৌধুরী বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০০টি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।’
আকাশ নিউজ ডেস্ক 






















