অাকাশ জাতীয় ডেস্ক:
নিখোঁজের একদিন পর বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের পানেরবরজ থেকে মঙ্গলবার দুপুরে এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বিধবাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
স্থানীয় চাঁদশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ ভদ্র নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, ওই গ্রামের মৃত শুকদেব দেউরীর স্ত্রী তিন সন্তানের জননী পাপরী দেউরী (৩৩) দীর্ঘদিন থেকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সেরালস্থ গ্রামের বাড়িতে ঝিয়ের কাজ করে আসছিলেন।
ইউপি সদস্য আরো জানান, সোমবার সকালে পাপরী দেউরী দুধ বিক্রির জন্য বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে স্থানীয় মঙ্গল সরদার নিকুঞ্জ পান্ডের পান বরজের পাশে ঘাস কাটতে গিয়ে বরের মধ্যে অর্ধউলঙ্গ এক নারীর লাশ দেখে চিত্কার শুরু করে।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত পাপরী দেউরীর লাশের সুরতহাল করে দুপুর দুইটার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিধবা পাপরী দেউরীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্য করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























