ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কঠোর বিধিনিষেধেও গার্মেন্টস খোলা রাখতে চায় বিজিএমইএ

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেও পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বিজিএমইএ নেতারা এই দাবি জানান।

করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ ঈদুল আজহা উপলক্ষে আট দিনের জন্য শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শিথিলতা চলবে ২২ জুলাই পর্যন্ত। ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সেই বিধিনিষেধে শিল্পকারখানাও বন্ধ থাকবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছি। মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানিয়েছেন, আগামী পরশু শনিবার তারা বিষয়টি নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

ফারুক হাসান বলেন, ‘করোনার কারণে যেসব অর্ডার ফিরে এসেছিল সেগুলো নিয়ে মাত্র কাজ শুরু হয়েছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। সামনে শীতের জন্য কাজ চলছে এখন। এমন সময় গার্মেন্ট শিল্প দুই সপ্তাহের জন্য বন্ধ থাকলে সমস্যায় পড়বে শিল্প। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে এটা শুনেই বায়াররা অর্ডার স্লো করে দিয়েছে। তাই আমাদের দাবি, সবকিছুর জন্য বিধিনিষেধ থাকলেও গার্মেন্ট শিল্প যেন এ সময় খোলা থাকে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কঠোর বিধিনিষেধেও গার্মেন্টস খোলা রাখতে চায় বিজিএমইএ

আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেও পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বিজিএমইএ নেতারা এই দাবি জানান।

করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ ঈদুল আজহা উপলক্ষে আট দিনের জন্য শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শিথিলতা চলবে ২২ জুলাই পর্যন্ত। ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সেই বিধিনিষেধে শিল্পকারখানাও বন্ধ থাকবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছি। মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানিয়েছেন, আগামী পরশু শনিবার তারা বিষয়টি নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

ফারুক হাসান বলেন, ‘করোনার কারণে যেসব অর্ডার ফিরে এসেছিল সেগুলো নিয়ে মাত্র কাজ শুরু হয়েছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। সামনে শীতের জন্য কাজ চলছে এখন। এমন সময় গার্মেন্ট শিল্প দুই সপ্তাহের জন্য বন্ধ থাকলে সমস্যায় পড়বে শিল্প। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে এটা শুনেই বায়াররা অর্ডার স্লো করে দিয়েছে। তাই আমাদের দাবি, সবকিছুর জন্য বিধিনিষেধ থাকলেও গার্মেন্ট শিল্প যেন এ সময় খোলা থাকে।’