অাকাশ স্পোর্টস ডেস্ক:
উইয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রথম রাউন্ডে জুভেন্টাসের বিপক্ষে ঘটনাটি ঘটান মেসি। মেসির সঙ্গে ঝামেলার সূত্রপাত তাঁকে ফাউল করা নিয়ে। মিডফিল্ডে মেসিকে ফাউল করেছিলেন জুভেন্তাসের মিরালেন পিয়ানিচ। উত্তেজিত মেসি এর পরে রেফারির কাছে ছুটে গিয়ে দাবি করতে থাকেন, কার্ড দেখানো হোক পিয়ানিচকে। রেফারি অবশ্য বার্সেলোনা তারকার অনুরোধ না শুনে ঘুরে হাঁটতে শুরু করে দেন। উত্তেজিত মেসি পিছন থেকে এসে রেফারির ঘাড় ধরেন।
আকাশ নিউজ ডেস্ক 




















