ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাত দাঁত নিয়ে শিশুর জন্ম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাধারনত জন্মের পর শিশুরা প্রথম ছয়মাস স্রেফ দুধ খায়। এই বাচ্চার বোধহয় অন্য খবার খাওয়ার তাড়াটা খুব বেশি। তাই সে জন্মেছে সাত সাতটা পূর্ণ পরিণত দাঁত নিয়ে। দুধ তো ছোটরা খায় সে খাবে মাছ, মাংস। ছেলেটির নাম রাখা হয়েছে প্রায়াণ। জন্মের পর তাকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না মা। মুখে হাত দিয়ে দেখেন, ছেলের কচি মাড়ি ভর্তি দাঁত। শিশুদের দাঁতের ডাক্তার দেখানো হয়েছে প্রায়াণকে।

ডাক্তার জানিয়েছেন, কেন যে সে এইভাবে সাতটা দাঁত নিয়ে জন্মাল, তার নির্দিষ্ট কোনও কারণ নেই। অপারেশন করে তুলে দেওয়া হয়েছে দাঁতগুলি কারণ ভয় ছিল, ভেঙে গেলে সদ্যজাতর গলায় সেগুলো আটকে যেতে পারে।

প্রতি তিন হাজার শিশুর মধ্যে ১ জন শিশু একটা বা দুটো দাঁত নিয়ে জন্মায়। এভাবে সাতটা দাঁত নিয়ে শিশু জন্মের কথা আগে শোনা যায়নি। গর্ভাবস্থায় মায়ের ঠিকমত পুষ্টির অভাবে এমন ঘটতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাত দাঁত নিয়ে শিশুর জন্ম

আপডেট সময় ০৯:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাধারনত জন্মের পর শিশুরা প্রথম ছয়মাস স্রেফ দুধ খায়। এই বাচ্চার বোধহয় অন্য খবার খাওয়ার তাড়াটা খুব বেশি। তাই সে জন্মেছে সাত সাতটা পূর্ণ পরিণত দাঁত নিয়ে। দুধ তো ছোটরা খায় সে খাবে মাছ, মাংস। ছেলেটির নাম রাখা হয়েছে প্রায়াণ। জন্মের পর তাকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না মা। মুখে হাত দিয়ে দেখেন, ছেলের কচি মাড়ি ভর্তি দাঁত। শিশুদের দাঁতের ডাক্তার দেখানো হয়েছে প্রায়াণকে।

ডাক্তার জানিয়েছেন, কেন যে সে এইভাবে সাতটা দাঁত নিয়ে জন্মাল, তার নির্দিষ্ট কোনও কারণ নেই। অপারেশন করে তুলে দেওয়া হয়েছে দাঁতগুলি কারণ ভয় ছিল, ভেঙে গেলে সদ্যজাতর গলায় সেগুলো আটকে যেতে পারে।

প্রতি তিন হাজার শিশুর মধ্যে ১ জন শিশু একটা বা দুটো দাঁত নিয়ে জন্মায়। এভাবে সাতটা দাঁত নিয়ে শিশু জন্মের কথা আগে শোনা যায়নি। গর্ভাবস্থায় মায়ের ঠিকমত পুষ্টির অভাবে এমন ঘটতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।