অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর দুইটি পয়েন্ট থেকে থেকে ভাসমান অবস্থায় আরো ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে ৩৯ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হল। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে পৃথকভাবে ২৩ জন নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
সীমান্তবর্তী মানুষের দাবি, ঝিনমনখালী থেকে উদ্ধার হওয়ার ১৫ জনের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে এদের মিয়ানমারে হত্যার পর মৃতদেহ নাফনদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, শুক্রবার সকালে নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে ১৬ জন নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৯ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। এরমধ্যে ১ জনকে শাহপরীর দ্বীপে থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সে দেশের সেনা বাহিনীর সহিংস ঘটনার পর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে।
একইভাবে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে জলসীমানা অতিক্রম করে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।
আকাশ নিউজ ডেস্ক 



















