আকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার আওতাধীন গুলিস্তান ফুলবাড়িয়া স্টপওভার টার্মিনাল ও পৌর ফিলিং স্টেশন সরেজমিন পরিদর্শন করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৩ জুন) গুলিস্তান থেকে জয়কালী মন্দির পর্যন্ত ফুলবাড়িয়া স্টপওভার টার্মিনালের পুরো এলাকা সরেজমিন পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে এখান থেকে বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস কাউন্টারের লোকদের সঙ্গে কথা বলে করপোরেশনের টোল আদায় সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।
স্টপওভার টার্মিনাল থেকে টোল আদায়কারী একজনের সঙ্গে কথা বলে টোল আদায়ের পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। পরে মেয়র দক্ষিণ সিটি করপোরেশন থেকে পরিচালিত পৌর ফিলিং স্টেশন পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কেও অবগত হন।
সেই সঙ্গে তিনি রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
আকাশ নিউজ ডেস্ক 



















