আকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে গলায় রশি পেঁচিয়ে মোনা (২৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ফুয়াদ (৩২) বিরুদ্ধে। শনিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ২৮ নভেম্বর (শুক্রবার) রাত ১২টার দিকে নগরে জামতলা দরগাহ জামে মসজিদ সংলগ্ন স্বামী ফুয়াদের বাসায় এ হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন।
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে নিহতের স্বামী নেশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে পাশাপাশি ঘাতক স্বামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























