আকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ভালোবাসায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মসজিদে এক দোয়া মাহফিল ও কলেজ রোডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রীস আলী, জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম জাহান, যুবদল নেতা আব্দুর রহমান মিন্টু, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাবেক দফতর সম্পাদক উপজেলা বিএনপি আবুজার বাবলা, যুবদল নেতা বদরুল ইসলাম চৌধুরী, তানভীর হোসেন জুনেদ, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরী, সাইফুর রহমান শিপু, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম সম্পাদক সামি মাহমুদ চৌধুরীসহ ছাত্রদল নেতা সুহেল আহমদ, জাকির খান, জনি আহমেদ, রুমন রেজা, কামরুল ইসলাম, নোমান আহমেদ প্রমুখ।
এসময় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজ মসজিদের অস্থায়ী ইমাম মাওলানা হাফেজ জোবায়ের আহমদ।
আকাশ নিউজ ডেস্ক 




















